শিক্ষার আলো ডেস্ক
পানামায় আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে’ অংশ নিয়ে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’।
গত ৭ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামে এ প্রতিযোগিতার।
প্রতিযোগিতায় ‘ফিউচার ইনোভেটরস (জ্যেষ্ঠ)’ ক্যাটাগরিতে পঞ্চম স্থান অর্জন করেন তারা।
টিমের সদস্যরা হলেন- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম।
এছাড়া, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১তম স্থান অর্জন করে নটর ডেম কলেজের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ-৪০৪’।
আর নটরডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (জ্যেষ্ঠ) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬তম স্থান অর্জন করেছে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২০তম এ আসরে ৭৭ দেশের ৪৫১টি দল মূল প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছরের অর্জন আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের এমন প্রতিযোগিতায় অংশ নিতে আরও অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন আয়োজকরা।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ-৪০৪’-এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।
এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–২০২৩ বাংলাদেশের জাতীয় পর্ব’।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটির আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেন।
Discussion about this post