শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ নির্বাচন (পছন্দমতো) ফরম পূরণ ও মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রাক-নির্বাচনীর ফলাফল প্রকাশ করা হয়।
বুয়েটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে বিভিন্ন অনুষদসমূহের অধীনে ভর্তির নিমিত্তে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম থেকে তিন হাজারতম অবস্থানে থাকা শিক্ষার্থীরা মূল পর্বের পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।
আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত
যোগ্য প্রার্থীরা আজ রোববার (৩ মার্চ) থেকে ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে বিভাগ নির্বাচন (পছন্দমতো) পূরণ করার পর মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপর মনোনীত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষা আগামী ৯ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সব ধাপের পরীক্ষা শেষে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।
Discussion about this post