শিক্ষার আলো ডেস্ক
জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ার সময় সেলফি ছবি নিয়ে সৃষ্ট জটিলতায় আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের অপেক্ষা করার জন্য বলেছে ভর্তি কমিটি । এ বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের ছবি ও সেলফি যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে। আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
কোনো শিক্ষার্থীর ছবি বা সেলফি বাতিল হলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। বাতিলকৃত ছবি বা সেলফি ফটো গাইডলাইন অনুসরণ করে আগামী ৬ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পরিবর্তন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর আবেদন বাতিল করা হবে।
এর আগে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। আবেদনের শুরুতে সেলফি জটিলতার কারণে একদিন এ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। এবার মোট তিন লাখ পাঁচ হাজার ৩৪৬টি আবেদন জমা হয়েছে।
Discussion about this post