শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল ১০টায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ১টায় শুরু হয়ে শেষ হবে ২টায়। আর সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
আরো পড়ুন-গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে সেলফি ছবি জটিলতায় জরুরি নির্দেশনা !
‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্ন দেখুন নিচে-
Discussion about this post