শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৮ মার্চ) অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন।
গত ১৫ জানুয়ারি থেকে ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫০ হাজার ৪৯১ জন। দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৫৪০টি।
আরো পড়ুন-মেডিকেল ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।
Discussion about this post