শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ শুক্রবার (৮ মার্চ ) বিকাল ৫টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, ফল প্রকাশের পর থেকে ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারবেন।
আরো পড়ুন-গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে সেলফি ছবি জটিলতায় জরুরি নির্দেশনা !
এর আগে গত শনিবার (০২ মার্চ) এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি।
Discussion about this post