শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। ভর্তিচ্ছুরা আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই আবেদন চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।
রবিবার (১০ মার্চ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটির সদস্য-সচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ-
১. অনলাইনে আবেদন শুরুর তারিখ ১২ মার্চ (মঙ্গলবার সকাল ১০টা)
২. অনলাইনে আবেদনের শেষ তারিখ ০২ এপ্রিল (মঙ্গলবার, রাত ১১.৫৯টা)
৩. অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ০৩ এপ্রিল (বুধবার, রাত ১১.৫৯টা)
৪. অনলাইনে প্রবেশ পত্র ডাউনলোড শুরুর তারিখ ২৫ এপ্রিল (বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে)
৫. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ০৩ মে ২০২৪ (শুক্রবার, সকাল ১০টা-১১টা)
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-
Discussion about this post