শিক্ষার আলো ডেস্ক
অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ—উল—হাসানকে। উপাচার্যের নির্দেশে তিনি পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রক্টর আ. স. ম. ফিরোজ—উল—হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর।
আজ সোমবার বিকেল থেকে নতুন প্রক্টরকে তার দায়িত্বভার গ্রহণ করার বিষয়ে অফিস আদেশ জারি করেছে রেজিস্ট্রার কার্যালয়।
অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ—উল—হাসানের লিখিত পদত্যাগ পত্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১৮ মার্চ তারিখ অপরাহ্ন হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন। পাশাপশি তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।’
আরও পড়ুন: অবন্তিকার মৃত্যু : আটক সহকারী প্রক্টর ও সহপাঠী আম্মান
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সংঘটিত গণধর্ষণের ঘটনার পর থেকে জাবিতে দায়িত্ব অবহেলার দায়ে প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচদফা দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’।
এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। সর্বশেষ অবরোধের তৃতীয় দিনে ( ১৩ মার্চ) উপচার্যের আশ্বাসে অবরোধ সাময়িক স্থগিত করেন শিক্ষক—শিক্ষার্থীরা। ওইদিন উপাচার্য আন্দোলনকারীদের সাথে আলাপকালে আশ্বাস প্রদান করে বলেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক সাব্বির আলম স্বেচ্ছায় ১৭ মার্চের মধ্যে পদত্যাগ না করলে ১৮ মার্চের মধ্যে বিশেষ ক্ষমতাবলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
Discussion about this post