শিক্ষার আলো ডেস্ক
অবশেষে বহুলকাংখিত সমাবর্তন অনুষ্ঠানের ঘোষণা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এটি হবে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ।বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় সমাবর্তন আয়োজনের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের তিনি বলেন, ‘পঞ্চম সমাবর্তন করার জন্য ডিনস কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। ডিনস কমিটির এই সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লেখব। এরপর রাষ্ট্রপতি যখন সময় দেবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চারবার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পর ১৯৯৪ সালে চবিতে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সমাবর্তন ১৯৯৯ সালে, তৃতীয়টি ২০০৭ সালে এবং চতুর্থটি ২০১৬ সালে অনুষ্ঠিত হয়। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সে সময় উপাচার্য ছিলেন অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯ তম উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের
২০১৯ সালে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার দায়িত্ব নেওয়ার পর এ যাবৎ পরপর ৬ বার সমাবর্তনের ঘোষণা দিলেও সমাবর্তনের চূড়ান্ত তারিখ দিতে পারেননি। এর জন্য কর্তৃপক্ষের অনীহা, রাজনৈতিক অস্থিরতা, নিয়মিত ব্যাচের অধিবেশন জ্যাম এবং অপর্যাপ্ত বাজেটকে দায়ী করেছেন চবির সাধারণ শিক্ষার্থীরা ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তার স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাত্র চারটি সমাবর্তনের আয়োজন করেছে। অথচ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাজেটে বছরের পর বছর সমাবর্তন অনুষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় হাজার হাজার শিক্ষার্থী পঞ্চম সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন।এই শিক্ষার্থীরা চবির বিভিন্ন বিভাগ থেকে তাদের স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেছেন। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে এই সমাবর্তন।
Discussion about this post