শিক্ষার আলো ডেস্ক
২০২৩ -২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে দেখবেন ফলাফল:
১. পরীক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী একটি এস.এম.এস করে ফিরতি এস.এম.এস এ পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
২. পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
৩. টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU ALS <রোল নম্বর>, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI <রোল নম্বর>, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS <রোল নম্বর> এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য DU FRT <রোল নম্বর> টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
Discussion about this post