শিক্ষার আলো ডেস্ক
এবার প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চার ইউনিটের ফল একসাথে প্রকাশ করা হয়েছে। এই চারটি ইউনিট হচ্ছে-‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টা ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ঢাবি ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রামের অথৈ ধর
ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এতে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ।ভর্তি পরীক্ষায় ১ লাখ ২ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন।
বিজ্ঞান ইউনিটের পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ৯ হাজার ৩৬৩ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এতে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন। চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। এতে পাস করেছেন ৫৩০ জন।
Discussion about this post