শিক্ষার আলো ডেস্ক
সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও ক্লাস বন্ধ ঘোষণা দেয়।
তবে, এই পরিস্থিতিতেও সশরীরেই ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সারা দেশে চলমান হিটওয়েভের কারণে দেশের স্কুল-কলেজ আগামী ১ সপ্তাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তাই আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।
Discussion about this post