শিক্ষার আলো ডেস্ক
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন দেশের মেডিকেল কলেজগুলোতে সাধারণ ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ক্লিনিক্যাল ক্লাসগুলো সশরীর শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে নিতে বলেছেন তিনি।
সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে শিক্ষার্থীরা কীভাবে থাকছে, তাদের হোস্টেলে কী অবস্থা—সে বিষয়ে খোঁজ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের ক্লাসগুলো অনলাইনে হবে। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে রোগীদের এনে ক্লিনিক্যাল ক্লাসগুলো নেওয়ার নির্দেশ দিয়েছি।
সামন্ত লাল সেন বেলন, ‘এমন আবহাওয়া সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে আশা করছি, এটা সাময়িক। তাই এ সময়টায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
এর আগে তীব্র তাপদাহে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Discussion about this post