শিক্ষার আলো ডেস্ক
কর্মীদের দক্ষতার ক্রমাগত উন্নয়ন এবং সমগ্র পৃথিবীতে শিক্ষাব্যবস্থায় প্রয়োগকৃত সমসাময়িক প্রচেষ্টার সাথে পরিচিতিকরণ ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’তে (ইডিইউ) সূচনালগ্ন থেকে আয়োজিত হয়ে আসছে বিভিন্ন কর্মশালা।
আধুনিক এবং ক্রমশ পরিবর্ধনশীল শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় করে কর্মীদের গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের শিক্ষকগণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘সামার ২০২৪’ সেমিস্টারের ভিন্নমাত্রিক এ কর্মশালা।
আরও পড়ুনঃ চ্যান্সেলরের সম্মতি, চবির ৫ম সমাবর্তন ৮ ডিসেম্বর!
উক্ত ওয়ার্কশপটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, স্ট্যানফোর্ড সিড-এর উপদেষ্টা ও পরামর্শক, ডটলাইনস্ – আইটি পরিষেবা এবং কনসালটেন্সি ফার্মের নির্বাহী পরিচালক হাসান মেহেদি।
১৭ এপ্রিল, ২০২৪ (বুধবার) ইডিইউ লাইব্রেরী প্রাঙ্গণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা-আলাদা সেশনে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী।
হাসান মেহেদী ওয়ার্কশপটি পরিচালনার পাশাপাশি কর্মজীবন এবং প্রশিক্ষক হিসেবে নিজের নানান অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। দিনভর অনুষ্ঠিত প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ এই ওয়ার্কশপ, অংশগ্রহণকারী সকলের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’তে অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োগ ও অনুশীলন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
Discussion about this post