শিক্ষার আলো ডেস্ক
সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য কক্ষ নম্বরসহ আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের নিজ নিজ আসন দেখতে পারছেন।
যবিপ্রবির জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ইতিপূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র প্রকাশ করা হলেও আজ দুপুর ১২টা থেকে আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত এ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে নিজ নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের আসন দেখতে পারবেন।
আরও পড়ুন-ঢাবি দুই ইউনিটের ভর্তি পরীক্ষার নিরীক্ষণ ফল প্রকাশ
উল্লেখ্য, এ বছর গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (২৭ এপ্রিল শনিবার ক ইউনিট, ০৩ মে শুক্রবার খ ইউনিট এবং ১০ মে শুক্রবার গ ইউনিট) সারাদেশের মধ্যে ২২টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সম্পন্ন হবে।
এবার ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন মোট ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী। তিন ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
Discussion about this post