শিক্ষার আলো ডেস্ক
এবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমাবর্তন ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনদ দিতে আইনি কোনো বাধা নেই। তাই সমাবর্তন হয়নি এ দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ নির্দেশনা সংক্রান্ত পোস্ট করা হযেছে।
এতে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই।
নানা কারণে নিয়মিত সমাবর্তনের অনুমোদন দেয় না সরকার। আর এ অজুহাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেয়ার আয়োজনের নাম সমাবর্তন। রাষ্ট্রপতি ও আচার্যের হাত থেকে নির্ধারিত কিছু গ্রাজুয়েট গণ সনদপত্র নিয়ে থাকেন।
নিয়মানুযায়ী, শিক্ষাজীবন শেষ বা পরীক্ষা-ফলাফল সব শেষ হয়ে গেলেও সমাবর্তন ছাড়া মূল সার্টিফিকেট তোলা যায় না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া সাময়িক সার্টিফিকেট নিয়ে কাজ চালান শিক্ষার্থীরা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য হয় না অনেক ক্ষেত্রেই। গ্রহণ করলেও শর্ত জুড়ে দেয়া হয় ৬ মাস থেকে এক বছরের মধ্যে মূল সনদপত্র জমা দেয়ার। ফলে গলার কাঁটায় রূপ নিয়েছে আটকে থাকা সমাবর্তন। অথচ বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুইবারও সমাবর্তন হয়।
Discussion about this post