শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে, সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনটিআরসি।
৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষকদের মধ্য স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ মে পর্যন্ত এবং ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা (http://ngi.teletalk.com.bd) অথবা (http://www.ntrca.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৯ মে, ২০২৪
Discussion about this post