ক্যারিয়ার ডেস্ক
বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে জার্মানির সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীরা জার্মানির ডাড স্কলারশিপ আবেদন করতে পারবেন।
ডাড হলো জার্মানির অন্যতম একটি স্কলারশিপ। দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ। এটি প্রথম চালু হয় ১৯২৫ সালে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ স্কলারশিপে আবেদন করতে পারেন। এ স্কলারশিপে প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে অর্থায়ন করা হয়ে থাকে। ডিএএডি জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ বৃত্তি। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের স্নাতকোত্তর বা পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। যদিও সব বিষয়ে এ বৃত্তি পাওয়া যায় না।
আরও পড়ুনঃ ডেনমার্কের সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, স্কলারশীপ ,চাকরী ও স্থায়ী বসবাস !
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
- অর্থনৈতিক বিজ্ঞান
- রাজনৈতিক অর্থনীতি
- উন্নয়ন সহযোগিতা
- ব্যবসায় প্রশাসন
- চিকিৎসা ও জনস্বাস্থ্য
- কৃষি ও বনবিজ্ঞান
- প্রাকৃতিক এবং পরিবেশবিজ্ঞান
- ম্যাথমেটিকস প্রকৌশল-সম্পর্কিত বিজ্ঞান
- মিডিয়া স্টাডিজ
- আঞ্চলিক ও নগর-পরিকল্পনা
- সামাজিক বিজ্ঞান
- শিক্ষা ও আইন
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
মাসিক ৯৩৪ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৯ হাজার ৩৪ টাকা) বৃত্তি প্রদান।
স্বাস্থ্যবিমা, ভ্রমণ ভাতা, অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি দেওয়া হবে।
বিশেষ ক্ষেত্রে বাড়িভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।
৬ মাস মেয়াদি জার্মানির ভাষা কোর্স।
আবেদনের যোগ্যতা
* আবেদনের যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে।
* প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
* আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে।
* আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে
ক্লিক করুন এখানে।
আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
Discussion about this post