জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া ওই স্ট্যাটাসে আনিসুজ্জামানের সঙ্গে সম্পর্কের ৬০ বছরের স্মৃতি তুলে ধরেন অনুপম সেন।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘জাতীয় অধ্যাপক প্রফেসর ড. আনিসুজ্জামান স্যারকে জানাই গভীর শ্রদ্ধা। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার সঙ্গে আমার সাহচর্য দীর্ঘ ষাট বছরের। এর মধ্যে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ছাত্র হিসেবে। সমাজতত্ত্বের শিক্ষক হিসেবে ১৯৬৬ সালে আমি তাঁর সহকর্মী হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’
‘১৯৬৯ সালের নভেম্বর মাসে আমরা দু’জনেই চলে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে। এরপর দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় আমরা সহকর্মী ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে। এই কালে বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামে আমরা একসঙ্গে কাজ করেছি। পঁচাত্তর পরবর্তী কালে জাতির জীবনে যে সাম্প্রদায়িক অমানিশা নেমে এসেছিলো সেই অন্ধকার দূর করতে আমরা একসঙ্গে কাজ করেছি।’
‘তিনি এক মহান ব্যক্তিত্ব, পান্ডিত্যের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে। তিনি বহুদিন মানুষের অন্তরে শ্রদ্ধার আসনে থাকবেন, বেচেঁ থাকবেন। আমি স্যারের আত্মার শান্তি কামনা করি।’
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
Discussion about this post