শিক্ষার আলো ডেস্ক
গেলো বৃহস্পতিবার (৯ মে) বিকেলে চট্টগ্রাম নগরের গভ. মুসলিম হাই স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৪৫তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা প্রশাসন ২ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেন।
মেলায় ১০টি সরকারী বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ৬০টি স্টলে জেলা প্রশাসকের কাছে তাদের নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করেন।
এতে আধুনিক নগরীর (MODERN CITY) সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে নগরীর ডিজিটাল স্কুল খ্যাত সাউথ এশিয়ান স্কুল। এর ফলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপে উন্নীত হলো স্কুলের এই দলটি।
বিজ্ঞান শিক্ষক খোরশেদুল আলম মুকুলের সার্বিক তত্ত্বাবধানে দলটিতে ছিলো মোতাসিমুল আলম অহি (দশম শ্রেণি) ,আহনাফ আদিল (নবম শ্রেণি),নায়েম চৌধুরী (অষ্টম শ্রেণি),তামজিদ হাসান (দশম শ্রেণি),জাবের বিন জলিল (দশম শ্রেণি),আহমেদ ওমায়ের (নবম শ্রেণি),মাশফিক আলী নাকিব (নবম শ্রেণি) এবং ইফরাত মোস্তফা (দশম শ্রেণি)এই আট কিশোর উদ্ভাবক।
প্রকল্প সম্মন্ধে জানতে চাইলে এই কিশোররা জানায়, পরিবেশদূষণমুক্ত, ক্ষতিহীন ইকোসিস্টেম,কোলাহলবিহীন শান্তিপূর্ণ এবং নাগরিকের জন্য প্রয়োজনীয় সকল সুযোগসুবিধা সম্পন্ন একটি নিরাপদ ও আধুনিক নগরীর বৈজ্ঞানিক উপস্থাপনা করেছি আমরা।
আমাদের এই শহরে রয়েছে স্বয়ংক্রিয় স্ট্রিটলাইটের ব্যবস্থা যা সন্ধ্যা হলেই জ্বলে উঠবে।বসতবাড়িতে রয়েছে রোবট চালিত ফায়ার স্টেশন।যা একটি শিশুও চালু করতে পারবে যদি আগুন লাগে।আমাদের শহরে রয়েছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট !যেখানে বিদ্যুত উৎপন্ন হয় প্রাকৃতিক উৎস সুর্যের আলো ও বাতাস থেকে।এখানে আমরা সোলার প্যানেল ব্যবহার না করে রোবট নিয়ন্ত্রিত সোলার ট্র্যাকার ব্যবহার করেছি! এই শহরের আবর্জনা ব্যবস্থাপনার জন্য রয়েছে রিসাইক্লিং স্টেশন, যেখানে প্লাস্টিক, পলিথিনসহ সকল আবর্জনা রুপান্তরিত হয়ে ব্যবহারযোগ্য পণ্যে পরিণত হবে!
সবকিছু মিলে আধুনিক প্রযুক্তিসম্পন্ন উন্নত ও শান্তিপূর্ণ একটি মানববসতি যা পুরো বিশ্বের জন্য একটি রোল মডেল হয়ে উঠবে।
এইা অনন্য গৌরবের প্রতিক্রিয়ায় স্কুলের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানের ওপর আরো বেশি লেখাপড়া, চর্চা ও গবেষণা করতে হবে। তাই সাউথ এশিয়ান স্কুল সবসময় এবিষয়ে বেশ গুরুত্ব দিয়ে থাকে।শিক্ষার্থীদের এই অর্জনে আমি তাদের অভিনন্দন জানাই।সহকারী প্রধান শিক্ষক মো. সালেহউদ্দিন বলেন,সাউথ এশিয়ান স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবছর বিভিন্ন বিজ্ঞান ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে এবং প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (শিক্ষা) শাহিদ ইশরাকের সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। স্বাগত বক্তব্য রাখেন নগরীর গভ. মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোরমেদুজ্জামান।
Discussion about this post