শিক্ষার আলো ডেস্ক
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়েছে। আগামী চার কর্ম দিবসের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুনঃ ২০২৫ সাল থেকে এসএসসি-তে লিখিত ৬৫ শতাংশ !
নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরের ভর্তি ফি’র টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার চালানের কপিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালককে আগামী চার কর্মদিবসের মধ্যে ই-মেইলে (addshesecondary2@gmail.com) অধিদফতরে পাঠানোর জন্য জন্য নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, সকল স্কুলগুলোর বেতনের টাকা সরকারি কোষাগারে রাখতে হয়। স্কুলের থাকে সেশন ফি। সরকারি স্কুলগুলো বেতনের টাকা সরকারি কোষাগারে রাখে কিন্তু বেসরকারি স্কুল সেটি রাখছে না।
Discussion about this post