শিক্ষার আলো ডেস্ক
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে বিথম কলেজ অফ প্রফেশনালস গত ৫ জুন কলেজ মিলনায়তনে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উক্ত প্রেগ্রামে অতিথিদের মধ্যে ছিলেন বিথম কলেজের প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ জিয়াউদ্দিন নয়ন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, রেফায়া তাসকিন শামা, লেকচারার, আইটি অনুষদ এবং মো. মহিউদ্দিন, লেকচারার,পর্যটন অনুষদ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট। তাঁরা তরুণ শিক্ষার্থীদের সাথে ভবিষ্যত ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: বিথম কলেজে ভর্তি হলেই লক্ষ টাকা বৃত্তি!
উপস্থিত শিক্ষার্থীরা স্বত:স্ফুর্ত পরিবেশে কুইজ টেস্টে অংশগ্রহণ করে করে পুরস্কার এবং সাটিফিকেট গ্রহণ করে।
প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন এ প্রসংগে বলেন, বিথম কলেজ অব প্রফেশনালস চট্টগ্রামে ২০১৮ থেকে সফলতার সাথে OTHM, UK কর্তৃক স্বীকৃত ডিগ্রি প্রদান করে আসছে। এখানকার সকল ডিগ্রী OTHM, UK এবং ল্যাটিন আমেরিকান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এজটেকা কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক ডিগ্রী যা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় সবদেশেই সমাদৃত। আমাদের ইনস্টিটিউট OTHM, UK এবং ইউনিভার্সিটি অফ এজটেকা এর বিশ্বব্যাপী অনুমোদিত সেন্টারসমূহের মধ্যে একটি।
তিনি আরও বলেন,বর্তমান বিশ্বায়নের যুগে নতুন প্রজন্মকে এসএসসির পর থেকেই ভবিষ্যত ক্যারিয়ার বিষয়ে সঠিক পরিকল্পনা করতে হবে।তাই আজকে এই টেস্টে যারা অংশগ্রহণ করেছে তারা তাদের ক্যারিয়ার গঠনে একধাপ এগিয়ে থাকলো।
Discussion about this post