নিউজ ডেস্ক
করোনা মহামারি মোকাবেলার যুদ্ধে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু ঘাতকের কারণে অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব হয়নি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন অর্থনৈতিক মুক্তির পথে হাঁটছি। কোভিড-১৯ সেখানে বাধা সৃষ্টি করেছে। কিন্তু আমরা ডিজিটাল মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। আর এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ ভাইয়ের দূরদর্শী নেতৃত্বের কারণে।
তিনি আরো বলেন, সজীব ওয়াজেদ ভাইয়ের কারণে আমরা দ্রুতই ডিজিটাল ও ইন্টারনেট অবকঠামো প্রস্তুত করতে সক্ষম হয়েছিলাম। তাই করোনাকলে একের পর এক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছি। আজ ক্রাউডফান্ডিং প্লাটফর্ম ‘একদেশ’ উদ্বোধন করা হলো। একদেশের জন্য একসেঙ্গে কাজ করতে চাই।
শুক্রবার একদেশ ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশনের ডিজিটাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকলকে সাধ্য মতো দান-অনুদান করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না বরং সুষ্ঠ বন্টনের অভাবে হয়ে থাকে। সারাদেশের মানুষের যাকাত এবং আর্থিক অনুদানের এই সেতুবন্ধন তৈরির মাধ্যমে সুষ্ঠ বন্টনের পথে এগিয়ে যাবো আমরা। মানুষ এই প্ল্যাটফর্মটির মাধ্যমে অনুদান দিতে পারবেন।
অনুষ্ঠানে এটুআই প্রকল্প পরিচালক মো: আব্দুল মান্নান, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ, ব্রাকের সিইও আসিফ সালেহ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস, সাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদা ফিজা কবির, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, সিআরপি প্রধান নির্বাহী শফিকুল ইসলাম, এটুআই উপদেষ্টা আনীর চৌধুরী এবং আইসিটি সচিব এনএম জিয়াউল আলম বক্তব্য রাখেন।
Discussion about this post