ক্যারিয়ার ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে ‘এনআইবি রিসার্চ ফেলোশিপ’ দেওয়া হবে। এনআইবি রিসার্চ ফেলোশিপ চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে। এগুলো হলো—পোস্ট ডক্টরাল ফেলো, ডক্টরাল ফেলো, পোস্টগ্র্যাজুয়েট ফেলো ও এমএসসি/এমএস থিসিস ফেলো। জীবপ্রযুক্তি বিষয়ে উচ্চতর গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ‘এনআইবি রিসার্চ ফেলোশিপ’ দেবে। এ ফেলোশিপের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন।
ফেলোশিপ ও ভাতার পরিমাণ—
১.
পোস্ট ডক্টরাল ফেলোর পদসংখ্যা ১টি। এ ফেলোশিপে মাসিক ৬০ হাজার টাকা। এ ছাড়া বার্ষিক আনুষঙ্গিক ভাতা ১ লাখ ২০ হাজার টাকা।
২.
ডক্টরাল ফেলোর পদসংখ্যা ২টি। ডক্টরাল ফেলোতে ভাতা হিসেবে মাসে ৪০ হাজার টাকা। বছরে আনুষঙ্গিক ভাতা বছরে ৮০ হাজার টাকা।
৩.
পোস্টগ্র্যাজুয়েট ফেলোর পদসংখ্যা ১১ টি। পোস্টগ্র্যাজুয়েট ফেলোতে মাসে ২৫ হাজার টাকা এবং বছরে আনুষঙ্গিক ভাতা হিসেবে ৫০ হাজার টাকা।
আরও পড়ুনঃ ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চ শিক্ষার সুযোগ!
৪.
এমএসসি/এমএস থিসিস ফেলোর পদসংখ্যা ২টি। এমএসসি/এমএস থিসিস ফেলোতে মাসে ১৫ হাজার টাকা।
আবেদনের সময়সীমা—
*Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু হয়েছে গত ১৬ মে থেকে।
*Online-এ আবেদনপত্র পূরণের শেষ দিন ১২ জুন বিকেল ৪টা।
১২ জুন সময়সীমার মধ্যে User ID-প্রাপ্ত প্রার্থীরা Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এ আবেদন ফি জমা দেবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির ওয়েবসাইটে এবং http://nibf.teletalk.com.bd অথবা QR Code স্ক্যানের মাধ্যমে টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
যোগ্যতা ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post