প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গবেষকরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ৭৯ শতাংশ নির্ভুলতার সাথে মানুষের চিন্তাভাবনাকে শব্দে রূপান্তর করতে সক্ষম।
এনডিটিভি জানিয়েছে, ‘নেচার হিউম্যান বিহেভিয়ার‘ জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফল থেকে জানা যায়, ডিভাইসটি তৈরি করেছে ক্যালটেকের ‘টিএন্ডসি চেন ব্রেইন-মেশিন ইন্টারফেস’ সেন্টার। এই ‘স্পিচ ডিকোডারটি’ ব্রেন এবং মেশিনের একটি ইন্টারফেস হিসেবে কাজ করে এবং চিন্তাভাবনার সময় মস্তিষ্কের কার্যকলাপকে শব্দে রূপান্তর করবে।
আরও পড়ুনঃ২ হাজার বছরের পুরনো ‘কম্পিউটার’ পাল্টে দিয়েছে মানব ইতিহাসের বোঝাপড়া
গবেষণাটি সম্পন্ন করার জন্য গবেষকদের দল দু’জন অংশগ্রহণকারীর মস্তিষ্কের নির্দিষ্ট এলাকায় একটি ক্ষুদ্র যন্ত্র স্থাপন করে। স্থাপনের পর দেখা যায়, যন্ত্রটি মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে সাথে সাথে তা শব্দে রূপান্তর করে। গবেষণার সময় অংশগ্রহণকারীদের চামচ, পাইথন বা যুদ্ধক্ষেত্র এর মতো শব্দগুলো নিয়ে ভাবতে বলা হয়েছিল। ভাবার সাথে সাথেই যন্ত্রগুলো তাদের চিন্তাকে শব্দে পরিণত করতে সক্ষম হয়।
গবেষণা দলটি জানিয়েছে, আমরা চিন্তার সাথে যুক্ত স্নায়বিক কার্যকলাপকে ধারণ করেছি। ডিভাইসটি চিন্তাকে কোন ধরনের আওয়াজ ছাড়াই শব্দে ডিকোড করতে সক্ষম হয়েছিল। মস্তিষ্কের যে অঞ্চলটিতে যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল তা হল সুপারমার্জিনাল গাইরাস- যা ভাষা বোঝা এবং প্রক্রিয়াকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রযুক্তিটি ইলন মাস্কের নিউরোলিংকের মতো একই পদ্ধতি অনুসরণ করে তৈরি করা।
সুত্র- চ্যানেল আই
Discussion about this post