বাল্যবিবাহ একসময় মহামারি ধারন করেছিল বাংলাদেশে। এখনও যে বাল্যবিবাহ হয় না তা নয়। বাংলাদেশে একটা বিরাট সমস্যা হল বাল্যবিবাহ। বিশেষ করে মেয়েদের জন্য খুবই ভয়াবহ এই বিষয়টা। মেয়েদের কমপক্ষে ১৮ বছরের আগে বিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ বিবেচনায় বাবা-মা ১৬ বছর বয়সে বিয়ে দিতে পারবে।
বর্তমানে ময়মনসিংহ এর ত্রিশাল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাল্যবিবাহের কারন সাধারনত হয়ে থাকে দরিদ্রতা, সামাজিক প্রথা, ধর্মীয় এবং সামাজিক চাপ, অবিবাহিত থাকার একটা ভয় এবং অবশ্যই মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। বাল্যবিবাহ প্রতিরোধ করতে বাল্যবিবাহ আইন, ১৯২৯ সালে এই আইন তৈরি হয়েছে।
বাল্যবিবাহ আইন
বাল্যবিবাহ আইন, ১৯২৯ সালের আইন ২০১৭ সালে বাল্যবিবাহ নিরোধ আইন হয়। বাল্যবিবাহ আইন, ১৯২৯ অনুযায়ী, কোন ব্যক্তি কোন শিশুকে বাল্যবিবাহ করতে বা বাল্যবিবাহ করাতে বাধ্য করতে পারবে না। অবশ্যই বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৮ এবং ছেলের বয়স ২১ হতে হবে। ২০১৫ সালে এই নীতিমালা সংশোধন করে মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখা হয়েছে এবং ১৬ বছর বয়সে পরিবারের পক্ষ থেকে বিয়ে দিতে পারবে।
বাল্যবিবাহ আইন, ১৯২৯ এর ১৯ ধারা মতে, কোন পরিবার যদি ১৮ বছরের নিচে কোন মেয়ে শিশুকে এবং ২১ বছরের নিচে কোন ছেলে শিশুকে বিয়ে দেয় তবে ১ মাস কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা হবে।
বাল্যবিবাহ আইনের নতুন খসড়াতে বলা হয়েছে ছেলের বয়স ২১ বছরের কম এবং মেয়ের বয়স ১৬ বছরের কম হলে সেই বিয়ে বাল্যবিবাহ বলে গন্য হবে এবং শাস্তিযোগ্য হবে।
এ আইনে নারীদের কারাদন্ডের কোন বিধান রাখা হয়নি। এধরনের বিয়ে যেকোন এলাকায় সংঘটিত হলে সে এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এ ধরনের বিয়ে বন্ধ করবেন এবং দোষীদের আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করবেন। বিয়ে বাতিলের কোন বিষয় থাকলে তা পারিবারিক আদালত করবে।
নতুন খসড়াতে বলা হয় বাল্যবিবাহ সংঘটিত করলে ১ মাস জেল এবং ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
বরের শাস্তি
কোন ব্যক্তি কোন শিশু মেয়েকে বিয়ে করলে তা বাল্যবিবাহ বলে গন্য হবে এবং বরের শাস্তি হবে ২ বছর কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা।
বিয়ে পরিচালনাকারীর শাস্তি
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মতে, কোন ব্যক্তি যদি বাল্যবিবাহ পরিচালনা করেন, সেক্ষেত্রে তাকে ২ বছর বা ৬ মাস অথবা ৩ মাস কারাদন্ড ভোগ করতে হবে। আর ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
বাল্যবিবাহ পরিচালনায় অভিভাবকের শাস্তি
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মতে, কোন ব্যক্তি, অভিভাবক, বাবা-মা,পরিবারবর্গ বাল্যবিবাহ চুক্তি করেছেন এবং তা বন্ধ করতে কোন রূপ অবহেলা করেছে তাহলে ২ বছর বা ৬ মাস কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা।
বাল্যবিবাহ একটার জাতির অভিশাপ স্বরূপ। জাতিকে উন্নত করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। নিজের এলাকায় কোন বাল্যবিবাহ সংঘটিত হলে সরাসরি নিজ এলাকার থানাতে জানান। সচেতন থাকুন, সচেতন রাখুন।
Discussion about this post