বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ভিডিও নোট পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা বাটন থেকেই সরাসরি ভিডিও নোট চালু করা যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএবেটাইনফোর মতে, বর্তমানে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও রেকর্ড করে অন্যের কাছে পাঠানো যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে । কিন্তু একই ভয়েস নোটটি একাধিক ব্যক্তিকে পাঠানোর জন্য চ্যাটবক্সে প্রবেশ করে ক্যামেরা আইকন থেকে ভিডিও রেকর্ড করার পর বারবার গ্যালারিতে প্রবেশ করতে হয়।
কেউ কেউ পাঠানো ভিডিও অন্যকে ফরওয়ার্ড করে থাকেন। কিন্তু এখন সেই সমস্যাটি আর থাকবে না। নতুন চালু হতে যাওয়া ভিডিও নোট বাটন কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও নোট রেকর্ড করে একসঙ্গে একাধিক ব্যক্তিকে পাঠানো যাবে বলে জানিয়েছে হোয়াটঅ্যাপসের এ প্রতিষ্ঠান।
অর্থাৎ, ভিডিও নোট বাটনে ক্লিক করে সহজেই রেকর্ড করে একসঙ্গে অনেককে পাঠানো যাবে। এর ফলে চ্যাটবক্সে গিয়ে বারবার ক্যামেরা আইকনে ট্যাপ করে ভিডিও রেকর্ড করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে থাকা একটি ক্যামেরা ইন্টারফেস থেকে ভিডিও নোট রেকর্ড করে অন্যকে পাঠানো যাবে সহজেই।
বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চলছে।নির্দিষ্ট কিছু বেটা সংস্করণ ব্যবহারকারী এ সুবিধা পরখ করছেন। তবে কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে ভিডিও নোট, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Discussion about this post