শিক্ষার আলো ডেস্ক
চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির চেয়ারম্যান জানান, অভিযোগ তদন্ত করতে এ কমিটি করা হয়েছে। যাদের নামে অভিযোগ প্রমাণিত হবে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আর পড়ুনঃ চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পিএসসি পরিচালকসহ গ্রেপ্তার ১৭
গত রোববার (৭ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রতিবেদন প্রকাশের পরদিন ও প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
যদিও সোমবার (৮ জুলাই) রাতে এক বিবৃতিতে পিএসসি জানায়, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসি’র দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Discussion about this post