শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ বুধবার প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম ১৪ ও ১৫ জুলাই হওয়ার কথা ছিল। ভর্তির তারিখ পরে শিক্ষার্থীদের খুদে বার্তায় এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
এদিকে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চুয়েট, রুয়েট ও কুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
আরও পড়ুনঃ চালু হলো চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ও দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের মধ্য প্রকৌশল গুচ্ছের ভর্তি কমিটি এ সিদ্ধান্ত নিল।
গত ৩ ও ৪ জুলাই চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রমে তারিখ নির্ধারণ করা হয়েছিল। পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণায় ভর্তির তারিখ পরিবর্তন করে ১৪ ও ১৫ জুলাই করা হয়। আগামী ৩১ জুলাই সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। সেটিও স্থগিত করা হলো।
Discussion about this post