শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। বিকেল ৩টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।
সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার) করবো।
প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,
রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে আলোচনার জন্য যাবো।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। মারামরি, হত্যা, ভাংচুর সংঘাত থেকে বিরত হোন।শান্তির পথে ফিরে আসুন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সবাই মিলে কাজ করলে দেশে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে পারবো। আমি আশা করছি আমার বক্তব্যের পর পরিস্থিতির উন্নতি হবে।
কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের এবং আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছেড়েছেন। সোমবারে ৫ আগস্ট দুপুরে তারা দেশ ছাড়েন।
প্রসঙ্গত, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে। রোববার সারাদেশে সহিংসতায় নতুন করে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় রোববার বিকেল থেকেই মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করে দেয়া হয়। দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। সেদিন রাতেই ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।
Discussion about this post