শিক্ষার আলো ডেস্ক
চলতি শিক্ষাবর্ষের কলেজ-মাদ্রাসাগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় আবারও বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (৭ আগস্ট)পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে ভর্তির সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। বোর্ড থেকেও এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।
এর আগে ২য় দফায় বর্ধিত সময় ৫ আগস্ট পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ ছিল।
ভর্তি নীতিমালার ঘোষণা অনুযায়ী, ৩০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজ ও মাদ্রাসাগুলোতে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট অস্থিরতায় সারাদেশের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। আজ ৬ আগস্ট থেকে সেনাদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশের কলেজগুলোে আবার চালু হয়েছে।
Discussion about this post