শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ আগস্ট থেকে অনলাইন ক্লাস শুরু হবে। আজ বৃহস্পতিবার থেকেই বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.আইনুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, পরবর্তীতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরীক্ষা ও অফলাইন ক্লাস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ খুলে দেওয়া হয়েছে ঢাবি হল, বৈধ শিক্ষার্থীরাই কেবল উঠতে পারছেন
এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচসহ তাদের খোঁজ নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।
তিনি বলেন,ছাত্ররাজনীতি থাকবে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আজ বৃহস্পতিবার হল খুলে দেওয়া হয়েছে।
Discussion about this post