শিক্ষার আলো ডেস্ক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
আজ শুক্রবার (৯ আগস্ট ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
এর আগে আজ সকাল ১১ টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপাচার্য পদত্যাগের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
আরো পড়ুন- ইবির উপাচার্য,উপ-উপাচার্য,কোষাধ্যক্ষের পদত্যাগ
প্রসঙ্গত, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০২১ সালের ১৪ জুন যোগদান করেন। চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আজ পদত্যাগ করলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
Discussion about this post