শিক্ষার আলো ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (৯ আগষ্ট) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাইফুর রহমান।
একই সঙ্গে রেজিস্ট্রার বরাবর শুক্রবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ ও ছাত্র উপদেষ্টা মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন পদে থাকা আরও কয়েকজন শিক্ষকও পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন।
আরও পড়ুন- পদত্যাগ করলেন বেরোবি উপাচার্য
প্রসঙ্গত, অধ্যাপক ড. এম. কামরুজ্জামান ২০২১ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। হিসাব অনুযায়ী নির্ধারিত সময়ের প্রায় এগারো মাস আগেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। হাবিপ্রবিতে যোগদানের আগে প্রফেসর ড. এম কামরুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
Discussion about this post