শিক্ষার আলো ডেস্ক
এবার ছাত্রীদের আন্দোলনের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষসহ দুই শিক্ষক পদত্যাগ করেছেন। রোববার (১১ আগস্ট) দুপুরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা পদত্যাগপত্রে সই করেন।
পদত্যাগ করা দুজন হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং কলেজ শাখার অধ্যাপক ও গভর্নিং বডির (কলেজ) সদস্য ফারহানা খানম।
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরাই এ তথ্য নিশ্চিত করেছেন।
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের টিসি দেওয়া ও হেনস্তা করার অভিযোগ তুলে অধ্যক্ষসহ দুই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবিতে আন্দোলনে নামেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আরো পড়ুন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ
একই সঙ্গে আরও এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তারা। রোববার (১১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসার মূল শাখার সামনে এ বিক্ষোভ করে তারা।
এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে বিক্ষোভ করে তারা। যতদিন তাদের দাবি মেনে অধ্যক্ষ ও অন্য এক শিক্ষককে বহিষ্কার না করা হবে ততদিন তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ক্লাসও বর্জন করবে বলে জানায়।
Discussion about this post