শিক্ষার আলো ডেস্ক
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, তরুণ প্রজন্মের ভাই-বোনদের ধন্যবাদ জানাই। তারা এই সংকটে, এই দুঃসময়ে রাস্তায় নেমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এখন সময় এসেছে তাদের আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের মো. আমানতের জানাযায় অংশগ্রহণ শেষে সার্কিট হাউজে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই দেশে স্বৈরাচারের পতন হয়েছে। তবে এখন দেশ গড়ার পালা।দেশের স্থিতিশীলতার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুনঃ রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে জেলায় গণঅভ্যুত্থান আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমানতের জানাজা শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশকে স্থিতিশীলিতার দিকে নিয়ে যেতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্মস্থলে ফিরে আসতে হবে। রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদেরও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে। তাই শিক্ষার্থীদের আমি বিনীতভাবে অনুরোধ করবো আগামী রোববার (১৮ আগস্ট) থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাগত জানিয়ে তারা যেন ক্লাসে ফিরে যান।
Discussion about this post