শিক্ষার আলো ডেস্ক
আজ শুক্রবার (১৬ আগস্ট) বিভিন্ন হাসপাতালে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক আবু বাকের মজুমদার।
ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতিদ্রুত সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।
Discussion about this post