শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত ‘বিজয় তোরণ’ নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামানুসারে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ রাখা হয়েছে। পুলিশের গুলিতে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতি রক্ষার্থে এই সিদ্ধান্ত নিয়েছে খুবির আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রফেশনাল এমবিএ করেন।
আরও পড়ুনঃ আহত ছাত্র জনতার চিকিৎসার সকল ব্যয় সরকারের,বিশেষ নির্দেশনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মুগ্ধ। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন খুবির ক্যাম্পাসে। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আইমান আহাদ বলেন, শহিদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে খুবির প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ’ ঘোষণা করছি। মুগ্ধ ভাই শহিদ হয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আর যেন আমাদের শহিদদের নামে কোনো নাম রাখতে হয়না।
Discussion about this post