শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। আজ রোববার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান।
২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সত্য প্রসাদ মজুমদার। ২০২৪ সালের ২৬ জুন ছিল তাঁর প্রথম মেয়াদের শেষ কর্মদিবস। গত ৩ জুলাই তাঁকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে আবারো নিয়োগ দেওয়া হয়।
সত্য প্রসাদ মজুমদারের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগরে। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডি এন হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন।
আরও পড়ুন-খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় তোরণ’ এখন ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’
তিনি বুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে তিনি এই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯১ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি), খাড়্গপুর থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
Discussion about this post