শিক্ষার আলো ডেস্ক
আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩৬ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন-ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল করলো ববি
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট হতে বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এছাড়াও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষাসমূহ আগামী ৩ আগস্ট হতে শুরু হবে।
Discussion about this post