শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীদের প্রতিবাদে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগ পত্র পাঠান।
শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের সময় উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রেখে বিরোধী ভূমিকা রেখেছিলো।
আরো পড়ুন-শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পর নতুন শপথবাক্য
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার বিক্ষোভ থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম দেয়া হয়। মঙ্গলবার সকাল থেকে তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। তারা একাডেমিক ভবনের নিচে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে উপাচার্য ও প্রক্টর পদত্যাগ করেন।
Discussion about this post