শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে। যাঁরা ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়েছেন, তাঁদের মেইলে বাতিলের খবর জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান , প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ অর্থবছরেরটি বাতিল করা হয়েছে।
এদিকে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়ে যাঁরা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অপেক্ষায় আছেন, তাঁরা । কারণ,এরমধ্যে অনেকে ভিসা আবেদন, কাগজপত্র গোছানোসহ অনেক কাজ শেষ করেছেন। কেউ কেউ ভিসাও পেয়েছেন। যাঁরা ভিসা পেয়েছেন, তাঁদের অনেকেরই সেপ্টেম্বর মাসে ফ্লাইটের তারিখ রয়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, ‘এটা শুধু বাতিল করা হয়েছে, পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করা হবে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তরে পড়ার জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৪৮ মাসের ফেলোশিপ পেতেন নির্বাচিত ব্যক্তিরা। তবে সে ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং অনুযায়ী স্নাতকোত্তরে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয় এবং পিএইচডিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার নিজ দায়িত্বে আনতে হিতো এই উচ্চশিক্ষার্থীদের ।
Discussion about this post