শিক্ষার আলো ডেস্ক
ফেনী, কুমিল্লা, ফটিকছড়িসহ বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার ও ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্র ত্রাণসামগ্রী প্রস্তুতের পর বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে— চাল, ডাল, লবণ, মুড়ি-চিড়া, ওষুধ, খেজুর, কাপড়-চোপরসহ প্রয়োজনীয় রসদ।
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তা করেছে। ঢাবি ছাত্রদলের একটি ইউনিট বন্যার্তদের সহায়তায় আজ ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ছাত্রদল।
Discussion about this post