শিক্ষার আলো ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত ২৬৪ শিক্ষার্থী এখনও দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, গত ১৮ জুলাই থেকে দেশব্যাপী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সিএমএইচে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
আহত ৫১০ শিক্ষার্থী ঢাকা সিএমএইচ এবং দেশের অন্যান্য সিএমএইচে চিকিৎসাসেবা নিতে ভর্তি হন। এর মধ্যে ২৪৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। সেনাবাহিনী দেশব্যাপী আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় জরুরি সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা দিতে তৎপর আছে।
Discussion about this post