খেলাধূলা ডেস্ক
তীব্র আকাঙ্ক্ষা, জয়ের জন্য ক্ষুধা ও মনোযোগ; একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী করেছে শান্ত- মিরাজদের, আনন্দে ভাসিয়েছে নানা বিপদের ভেতর দিয়ে যাওয়া দেশকেও। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম কোনও টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বালাদেশ ক্রিকেট দল। শুধু কি তাই? বাংলাদেশই প্রথম দল যারা পাকিস্তানকে তাদেরই মাটিতে ১০ উইকেটে হারানোর নজির গড়েছে।
প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ হয়তো ভেবেছিলেন বাংলাদেশ রানের চাপায় পিষ্ট হবে। কিন্তু চোখে চোখে রেখে শুধু জবাব দেননি মুশফিক-সাদমানরা। বরং তুলে নেন ১১৭ রানের লিড। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৫৬৫ রানে। মুশফিকুর ১৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সাদমান সেঞ্চুরি মিস করলেও ৯৩ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া মুমিনুল ৫০, লিটন ৫৬ ও মেহেদী মিরাজ ৭৭ রানের কার্যকরী ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩০ রানের।
বাংলাদেশ ঐতিহাসিক এই জয় পেয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং, সাদমান ইসলামের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস ও মুমিনুল-লিটনের পর মিরাজের ফিফটিতে। সঙ্গে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দিতে মিরাজ ও সাকিব অসাধারণ বোলিং করেছেন। তাদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান।
আরও পড়ুনঃ রান পাহাড়ে তুলে অনন্য মাইলফলকে ডিপেন্ডেবল মুশফিক
বাংলাদেশ ব্যাটে-বলে শুধু নয় ফিল্ডিংয়েও কর্তৃত্ব করে খেলেছে। লিটন উইকেটের পেছনে বাবর আজমের ক্যাচ ফেললেও সফরকারীরা এই ম্যাচে দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছে।
বিদেশের মাটিতে এমনিতেও জয়ের খুব বেশি নজির বাংলাদেশের নেই। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টের ১২টিতেই হার ছিল সঙ্গী। খুলনায় ২০১৫ একমাত্র টেস্টটি ড্র হয়েছিল।
দলের প্রতিটি সদস্যই উচ্ছ্বাসে ভাসছেন; তাদের সঙ্গে দেশের মানুষও। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এখন শুধু দক্ষিণ আফ্রিকা ও ভারত বাদে সবাইকে হারাল বাংলাদেশ।
স্কোর:
প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২)
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৫৪ ওভারে ১৪৬/১০, লিড ২৯ রান ( শাহজাদ ৫*; সাইম ১, মাসুদ ১৪, বাবর ২২, সৌদ শাকিল ০, শফিক ৩৭, সালমান ০, শাহীন ২, নাসিম ৩, রিজওয়ান ৫১, মোহাম্মদ আলী ০)
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩০/০, লক্ষ্য ৩০ (জাকির ১৫*, সাদমান ৯*)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।
Discussion about this post