শিক্ষার আলো ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তিযোদ্ধা কোটায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার। গত রবিবার (২৫ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ নির্দেশনা দেয়া হয়।
এর আগে গত ২২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে এ পর্যন্ত মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঁচ কর্মদিসের মধ্যে চাওয়া হয়।
পরে গত ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদফতর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে আগামী ২৮ আগস্টের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়েছে।গতকাল সোমবার (২৬ আগস্ট) বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের কাছে তথ্য চেয়েছেন।
আরো পড়ুন-বন্যার্তদের একদিনের বেতন দেবে ঢাবি শিক্ষক সমিতি
গত ২৫ আগস্টের প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে এখনও কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক অনুযায়ী তথ্য আগামী ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। আদেশে বলা হয়, বিষয়টি অতীব জরুরি।
Discussion about this post