শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি অ্যান্ড স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।
আজ রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অফিসে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় আগামী মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) থেকে অনলাইনে ক্লাস শুরু এবং চতুর্থ বর্ষ চূড়ান্ত ও মাস্টার্স চূড়ান্ত ফলাফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-এনসিটিবির চেয়ারম্যান হলেন অধ্যাপক রিয়াজুল হাসান
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের জনবল ও নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনসারদের বেতন, ভাতা ও মাসিক পেনশন রাজস্ব খাত থেকে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলার সিদ্ধান্ত হয়।
Discussion about this post