শিক্ষার আলো ডেস্ক
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ‘বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্টস সোসাইটি’র (বিএমএসএস) সহযোগিতায় মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করেছে। আগ্রহী মেডিক্যাল শিক্ষার্থীরা বাইরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ কোর্স বিনামূল্যে সম্পন্ন করার সুযোগ পাবে। এটি বাংলাদেশের জন্য নেওয়া এমন প্রথম প্রোগ্রাম।
ইউএনডিপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনডিপি এবং গ্রামীণফোনের ‘ফিউচারনেশন’ প্রজেক্টের অধীনে নেওয়া এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের ৬০টি মেডিক্যাল কলেজ থেকে ৩০০ জন শিক্ষার্থী জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে বিশেষ কোর্স করার সুযোগ পাবে।
আরও পড়ুন-রোমানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যাবে আরও দুটি দূতাবাসে
এই প্রোগ্রামের লক্ষ্য হলো স্থানীয় এবং বিশ্বমানের চিকিৎসা শিক্ষার মধ্যে সেতুবন্ধন করা। যাতে শিক্ষার্থীরা এনাটমি, ফিজিওলজি, প্যাথলজি, জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে।
Discussion about this post