শিক্ষার আলো ডেস্ক
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চলমান সেমিস্টারের পরীক্ষা গতবছর ২৬ ডিসেম্বর শুরু হলেও এখনও শেষ হয়নি। তবে চলমান সেমিস্টারের স্থগীত পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর থেকে আবার শুরু হবে।
২৩ সেপ্টেম্বর রিভিউ, থিসিস, ডিফেন্সসহ ৪র্থ বর্ষের ফলাফল আগামী ৬ অক্টোবর। এছাড়া অন্যান্য বর্ষের ফলাফল ৩ অক্টোবর প্রকাশিত হবে।
নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।
আরও পড়ুন-একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু
উল্লেখ্য, পূর্বের নোটিশ অনুযায়ী চলমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর (রবিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সকল বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে পরীক্ষা দুইদিন পিছানো হলেও পূর্বের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রেজাল্ট ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে বলে নিশ্চিত করেছে ডুয়েট প্রশাসন।
Discussion about this post