তানভীর পিয়াল
বর্তমান বিশ্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শই পারে আমাদের মুক্তির পথ দেখাতে। তাঁর আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও অনুসরণ করে মানসিক শান্তি অর্জন ও সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
গতকালসোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিকেল থেকে শুরু হয় খতমে কোরআন। এরপর বাদ আছর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
এসময় প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইফতেখার মনির, বিজনেস ফ্যাকাল্টির সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন দরুদ পাঠ করেন এবং হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আবির্ভাবের গুরুত্ব ও মহিমা নিয়ে আলোচনা পূর্বক নবীজির আদর্শকে মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করেন।
Discussion about this post